২৮তম রমজানে দৌলতপুর কেন্দ্রীয় মসজিদে মুসলিম ইয়ুথ মিশনের গণ ইফতার আয়োজন

মুসলিম ইয়ূথ মিশন

মসজিদ ভিত্তিক গণ ইফতার কর্মসূচির আওতায় যুব ও মানব উন্নয়ন সংস্থা মুসলিম মিশনের যুব শাখা, মুসলিম ইয়ুথ মিশন ফেনী জেলা শাখার উদ্যোগে ফেনী জেলার সদর থানার দৌলতপুর কেন্দ্রীয় মসজিদে মাসব্যাপী গণ ইফতার আয়োজনের অংশ হিসেবে ২৮তম রমজানে ইফতার অনুষ্ঠান আয়োজন করা হয়। এই আয়োজনের সম্পূর্ণ ব্যবস্থাপনা ও অর্থায়ন করেছে মুসলিম ইয়ুথ মিশন। সংগঠনের সভাপতি শাফিকুল হাসানের তত্ত্বাবধানে এবং সেক্রেটারি ফয়জুল্লাহ নোমানীর পরিচালনায় মাসব্যাপী এই কর্মসূচি দেশজুড়ে পালিত হচ্ছে।

Copyright © 2025 Muslim Youth Mission. All rights reserved. Website developed by Tamim Arafat.